সাইফুল ইসলাম, ঝিনাইদহ –
ঝিনাইদহের মহেশপুর সরকারি হাইস্কুল মাঠ শুক্রবার বিকেলে এক উৎসবের মাঠে পরিণত হয়। হাজার হাজার দর্শকের করতালিতে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা।
শক্তিশালী লড়াইয়ে মাঠে মুখোমুখি হয় মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন একাদশ ও মহেশপুর পৌরসভা একাদশ। রোমাঞ্চকর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণ–পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। নাটিমা ইউনিয়ন একাদশ প্রথমে একটি গোল করলেও দ্রুতই সমতায় ফেরে পৌরসভা একাদশ। শেষ মুহূর্তের দারুণ এক গোলে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে মহেশপুর পৌরসভা একাদশ।
ফাইনালকে ঘিরে মহেশপুরের সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সরকারি হাইস্কুল মাঠে শিশু থেকে শুরু করে প্রবীণ ফুটবলপ্রেমীদের ঢল নামে। গোলপোস্টের সামনে প্রতিটি আক্রমণ, বাঁচানো কিংবা আক্রমণভাগের উত্তেজনায় দর্শকসারিতে হাততালি আর উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন,
খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। এই ধরনের আয়োজন শুধু মহেশপুর নয়, বরং সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর। তিনি বলেন,
এই টুর্নামেন্ট প্রমাণ করেছে, শহর ও গ্রামের তরুণরা খেলাধুলায় কতটা দক্ষ ও প্রতিভাবান। এই প্রতিভা লালন করলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও তাদের পরিচিতি ঘটবে।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি এবং মহেশপুর সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ হাই, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট ইসমাইল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমীর ফারুক আহম্মদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ।
আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, মহেশপুর উপজেলা শাখা।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।