কালীগঞ্জের মালিয়াটে জামায়াতে ইসলামী উদ্যোগে কম্বল বিতরণ

কালীগঞ্জের মালিয়াটে জামায়াতে ইসলামী উদ্যোগে কম্বল বিতরণ

কালীগঞ্জ, ঝিনাইদহ
কালীগঞ্জের মালিয়াটে জামায়াতে ইসলামী উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে শীতার্ত দুঃস্থ ও অসচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত এ মানবিক কর্মসূচিতে স্থানীয় মানুষের মাঝে ছিল উৎসাহ ও স্বস্তির পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালেব। তিনি তার বক্তব্যে বলেন, “ইসলাম মানবতার ধর্ম। শীতার্ত, অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্বই নয়—এটি ইমানের দাবি। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা দয়াশীল হও, তোমাদের প্রতি দয়া করা হবে।’ শীতের কষ্টে যখন একজন মানুষ কাঁপে, তখন তার পাশে দাঁড়ানো আল্লাহর নিকট অত্যন্ত প্রিয় কাজ। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ক্ষমতার জন্য নয়। অতীতে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আজকের এই কম্বল বিতরণ মানবসেবাকে কেন্দ্র করে আমাদের সেই ইসলামী দায়িত্ববোধেরই প্রতিফলন।”

তিনি আরও বলেন, “ইসলাম আমাদের শিখিয়েছে, যার কাছে সামর্থ্য আছে, সে যেন নিঃস্বের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম শ্রেষ্ঠ পথ হলো মানবসেবা। তাই শীতের এই সময়ে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ থানা জামায়াতের যুব বিভাগ সেক্রেটারি আব্দুল জলিল, মালিয়াট ইউনিয়ন জামায়াতের আমীর আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

আরো পড়ুন
কালীগঞ্জের বারোবাজারে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
আরো পড়ুন
IMG-20251112-WA0003
আরো পড়ুন
4455
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top