কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি-
বর্ষার কারণে কর্দমাক্ত হয়ে যাওয়া গ্রামের রাস্তায় চলাচল বন্ধের উপক্রম। অথচ বারবার অনুরোধ করেও স্থানীয় মাটির রাস্তায় কিছু ইট কিংবা বালু ফেলার মতো কাউকে পাওয়া গেল না।
এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারে নেমেছেন তিন ভাই সোহান, তুহিন ও তুষার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নম্বর রায়গ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের ভাটাডাঙ্গা গ্রামের রাস্তায় প্রায় ৫০ মিটার কাঁচা রাস্তা ভাঙা ইট ও বালু ফেলে কিছুটা চলাচলের উপযোগী করে তোলেন তারা।
এ বিষয়ে ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেন জনপ্রিয় কৃষি ভিত্তিক ‘উদ্যোক্তার খোঁজে’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পরিচালক সোহানুর রহমান লিখেছেন—
“চায়ের দোকানে নেতার ঠা.পে ঠাঁই পাওয়া যায় না, অথচ গ্রামের মানুষের দুর্ভোগের চিন্তা করে এই বর্ষায় কর্দমাক্ত রাস্তায় দুই গাড়ি বালু ফেলার মত লোক পাওয়া যায় না।
তিনি আরও জানান, একাধিকবার অনুরোধ করার পরও যখন কেউ এগিয়ে এলেন না, তখন তিন ভাই মিলে রাস্তাটি সংস্কার করে নেন।
স্থানীয়রা বলছেন, এ ধরণের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।