সাইফুল ইসলাম, ঝিনাইদহ-
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঝিনাইদহের হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটির পরিচিতি সভা। বুধবার বিকেলে আলকলম মডেল মাদ্রাসার পাশে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মল্লিক, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য শিহাব মল্লিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক লালন মন্ডল প্রমুখ।
সভায় জেলা নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উপজেলা নেতাদের স্বাগত জানান এবং উপজেলা নেতারাও জেলা নেতাদের সম্মান জানান। পরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয় এবং দায়িত্বশীল সাংবাদিকতা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মখলেছুর রহমান লাড্ডু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এছাড়া সহ-সভাপতি প্রফেসর মাহবুব মোর্শেদ শাহিন ও শাহানুর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামিম মিয়া, কোষাধ্যক্ষ ফাহিম ফয়সাল, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক শিশির পারভেজ ও আইটি সম্পাদক জাফর সাদিক দায়িত্ব পান। নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন কবি আশরাফুজ্জামান, নাজমুল আহসান মুন্না, রবিউল ইসলাম, রাজু আহমেদ, আশরাফুল আবেদিন আশা ও মাহিন পারভেজ প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটির সভাপতি মখলেছুর রহমান লাড্ডু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
সভা শেষে জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুজ্জামান এবং থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ আশ্বস্ত করেন, হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটি তথ্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের কল্যাণে কাজ করবে এবং প্রশাসনের সঙ্গে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে।
এছাড়া হরিণাকুন্ডু রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ উপলক্ষে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল শুভেচ্ছা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নানা মহল থেকে সংগঠনটির প্রতি শুভকামনা জানানো হয়েছে।