মহেশপুরে থানা রুকন সম্মেলন-৩০০ আসনে বিজয়ী হয়ে সংসদে কলেমার পতাকা উত্তোলনের আহ্বান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি-

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় থানা রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর থানা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন থানা আমির অধ্যাপক ফারুক আহমেদ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কালীগঞ্জ) আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যাপক মতিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, জেলা সহকারী সেক্রেটারি ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল অধ্যক্ষ আব্দুল হাই।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন থানা সূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দসহ উপজেলার সকল রুকন ভাই ও বোনেরা।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি একটি ঈমানী দায়িত্ব। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রুকন ও দায়িত্বশীলকে সর্বোচ্চ ত্যাগ, সময় ও শ্রম দিয়ে মাঠে কাজ করতে হবে।

তাঁরা আরও বলেন, দেশের ৩০০ আসনে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জাতীয় সংসদে কলেমার পতাকা উত্তোলনের লক্ষ্যে এখন থেকেই পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে। এজন্য তৃণমূল পর্যায় থেকে সকল রুকন ও দায়িত্বশীলদের সচেতন, দৃঢ়প্রতিজ্ঞ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সম্মেলন শেষে দ্বীনি দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top