অনলাইন ডেস্ক:
সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন।
সন্ত্রাসী হামলায় অন্তত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৮ জন আহত হয়েছেন, দেশটির কাদুগলি অঞ্চলের একটি ইউএন ঘাঁটিতে ড্রোন ও স্থল হামলার সময় এই ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) রাজ্যটির সশস্ত্র গোষ্ঠী (যা আন্তর্জাতিক সংবাদে Rapid Support Forces (RSF) ও অন্যান্য যুদ্ধবিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত) এই হামলা চালায় বলে সেনাবাহিনীর সূত্র ও আন্তর্জাতিক খবরে উল্লেখ রয়েছে।
ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতিতে থাকা বাংলাদেশি শান্তিরক্ষীদের সহায়তায় পাকিস্তান সেনাবাহিনীর Quick Response Force (QRF) বা দ্রুত প্রতিক্রিয়া কমান্ডো টিম দ্রুত এগিয়ে আসে। বিভিন্ন অনলাইন সূত্রে উল্লেখ হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় ৪১ জন বাংলাদেশি সৈন্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযান ও পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও পাকিস্তান সেনাবাহিনীর যৌথ দায়িত্বে ঘাঁটিটি নিরাপদ রাখার কাজ চলছে, যদিও সংস্থাগত বিবৃতি বা আন্তর্জাতিক সংবাদ এ বিষয়ে ইতিমধ্যে স্পষ্ট করে প্রকাশ পায়নি।
সুদানে চলমান সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই হামলা নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে। সাম্প্রতিক সংঘাতগুলোর কারণে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে বসবাস স্থল ছেড়েও দিয়েছে এবং দীর্ঘস্থায়ী সহিংসতার দিকেই পরিস্থিতি এগোচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদে উল্লেখ রয়েছে।