সাইফুল ইসলাম ঝিনাইদহ-
শিক্ষার মানোন্নয়নে ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) পদে যোগদান করেছেন মো. মাহবুবুল আলম। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিয়োগপত্র অনুযায়ী, ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত এনটিআরসিএ বিজ্ঞপ্তির ভিত্তিতে তিনি এ পদে নিয়োগপ্রাপ্ত হন। নতুন শিক্ষক যোগদানের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।