রাহুল, ঝিনাইদহ-
যে কোন সময় নির্বাচন করতে প্রস্তুত জামায়াত — মোবারক হোসাইন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন,আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে নির্বাচনী প্রচারণা জোরদার করেছি। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনই আমাদের মূল লক্ষ্য। ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ড ত্বরান্বিত করা হয়েছে। সুতরাং যে কোন সময় নির্বান করতে প্রস্তুত আছে জামায়াত।
শনিবার বিকালে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টের হল রুমে যশোর-কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার ২২ আসনের মোট ১৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পদক্ষেপ এবং জনগণের কাছে সরাসরি বার্তা পৌঁছানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার এক পর্যায়ে মোবারক হোসাইন বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পিআর (PR) পদ্ধতি অত্যন্ত কার্যকর। এ পদ্ধতিতে প্রতিটি ধাপ সুসংগঠিতভাবে সম্পন্ন হয়, টিমওয়ার্ক শক্তিশালী হয় এবং জনগণের আস্থা অর্জনে সহজ হয়।
তিনি আরও বলেন,কিন্তু একটি পক্ষ এখনো এই পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা রাখে না। আমাদের একজন কেন্দ্রীয় নেতা বলেছেন, তারা চাইলে আমাদের কাছ থেকে শিখতে পারে। আমরা তাদের শিখিয়ে দিতে প্রস্তুত আছি।
প্রতিটি প্রার্থী জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন, গণমাধ্যমে ইতিবাচক প্রচারণা এবং সামাজিক মাধ্যমে সক্রিয় ভূমিকার মাধ্যমে নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হবে। দায়িত্বশীল ও শক্তিশালী টিমওয়ার্কের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব বলে মনে করেন তিনি ।