ডাকবাংলা ত্রিমহনীতে চাতালঘরে রহস্যজনক মৃত্যু- আটকে রেখে নির্যাতনের অভিযোগ

সুমন আহমেদ, ডাকবাংলা –

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডাকবাংলা বাজারে চাতালঘরে নেচার আলী (৫০) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চাতাল ব্যবসায়ী এরশাদ ও শরিফুল ইসলাম সোমবার (২১ জুলাই) রাতে নেচার আলী ও তার স্ত্রীকে কোটচাঁদপুর থেকে ডেকে এনে রাতভর একটি ঘরে আটকে রাখেন।

মঙ্গলবার সকালে হঠাৎ তারা জানায়, নেচার আলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে প্রথমে স্থানীয় কাজলের ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে দ্রুত রেফার্ড করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া ও সদর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top