ডাকবাংলা ত্রিমহনীতে চাতালঘরে রহস্যজনক মৃত্যু- আটকে রেখে নির্যাতনের অভিযোগ

সুমন আহমেদ, ডাকবাংলা –

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ডাকবাংলা বাজারে চাতালঘরে নেচার আলী (৫০) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চাতাল ব্যবসায়ী এরশাদ ও শরিফুল ইসলাম সোমবার (২১ জুলাই) রাতে নেচার আলী ও তার স্ত্রীকে কোটচাঁদপুর থেকে ডেকে এনে রাতভর একটি ঘরে আটকে রাখেন।

মঙ্গলবার সকালে হঠাৎ তারা জানায়, নেচার আলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে প্রথমে স্থানীয় কাজলের ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে দ্রুত রেফার্ড করা হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া ও সদর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top