রাহুল,ঝিনাইদহ
ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই। সোমবার সকাল ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
টুকু দীর্ঘদিন ইউএনবির ঝিনাইদহ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। পাশাপাশি শিক্ষকতা জীবনে আমেনা খাতুন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২৪ আগস্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় ভর্তি হন। মৃত্যুকালে স্ত্রী, চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার রাত ৯টায় উজির আলী হাইস্কুল মাঠে তাঁর জানাজা শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
আমিনুর রহমান টুকুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন
ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ঝিনাইদহ ২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, সেক্রেটারি আব্দুল আউয়াল ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু হুরায়রা ও এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা।
এদিকে ঝিনাইদহ প্রেসক্লাব,জেলা প্রেসক্লাব,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।##