ঝিনাইদহ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা

ঝিনাইদহ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলার ঘটনা ঘটেছে। ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নে জামায়াতে ইসলামী কার্যালয় থেকে সরকারি প্রণোদনার সার ও বীজ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, এটি একটি ‘অপপ্রচারের নাটক’ এবং সংগঠনটিকে হেয় করার সুপরিকল্পিত ষড়যন্ত্র।

সুরাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইকবাল হোসেন জানান, ঝিনাইদহ জেলা প্রশাসন ও কৃষি বিভাগ কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণের জন্য বিএনপি ও জামায়াত উভয় সংগঠনের কাছ থেকে তালিকা নিয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার সকালে ইউনিয়ন জামায়াতের পক্ষ থেকে ৩০ জন কৃষকের মধ্যে সরিষা বীজ ২২ কেজি, মসুর বীজ ৩৫ কেজি ও ৮ বস্তা সার বিতরণ করা হয়।

তিনি বলেন, “দিনভর কৃষকদের মাঝে অধিকাংশ সার ও বীজ বিতরণ করা হয়। রাত হয়ে যাওয়ায় সামান্য অংশ অফিসে রাখা ছিল, যা পরদিন সকালে দেওয়া হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন তার অনুসারীদের নিয়ে নাটক সাজিয়ে সার–বীজ উদ্ধারের ভান করে প্রচারণা চালায়, যাতে জামায়াতকে ফাঁসানো যায়।”

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “জামায়াতের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা দেখে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল ষড়যন্ত্রে নেমেছে। সার–বীজ উদ্ধারের খবরটি সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান বলেন, “এটি জামায়াতকে হেয় করার রাজনৈতিক ষড়যন্ত্র। জনগণ এখন সব বুঝে গেছে। আমরা রাজনৈতিকভাবে এর জবাব দেব।”

অন্যদিকে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন দাবি করেছেন, “শত শত মানুষের উপস্থিতিতে, সাংবাদিক, পুলিশ ও কৃষি কর্মকর্তাদের সামনেই ওই সার-বীজ উদ্ধার করা হয়েছে। জামায়াতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, “সরকারি প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয় ছবিসহ মাস্টার রোল অনুযায়ী। সম্ভবত রাত বেশি হয়ে যাওয়ায় কিছু কৃষক তাদের বীজ-সার অফিসে রেখে গিয়েছিলেন। ঘটনাটি আসলে ভুল বোঝাবুঝি হতে পারে।”

এদিকে শনিবার বিকেলে ইউনিয়ন জামায়াতে ইসলামী সুরাট বাজারে এক প্রতিবাদ সভা আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকর। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ছগীর আহমেদ, সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, উপজেলা আমীর ড. হাবিবুর রহমান ও সহকারী সেক্রেটারি আলমগীর হুসাইন প্রমুখ।

জামায়াতের অভিযোগ, প্রতিবাদ সভা চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হামলা চালায়। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় রাজনৈতিক মহলে বলা হচ্ছে, সামান্য একটি সার–বীজ বিতরণ ইস্যু নিয়ে দুই সংগঠনের মধ্যে দ্বন্দ্ব এখন বড় রাজনৈতিক বিতর্কে রূপ নিয়েছে।

আরো পড়ুন
কোটচাঁদপুরে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
আরো পড়ুন
শৈলকুপা
আরো পড়ুন
জামায়াতের কার্যালয়ে সরকারি সার-বীজ উদ্ধারের নাটক: বিতরণের আগেই 'মব সৃষ্টি'র অভিযোগ
আরো পড়ুন
IMG-20251026-WA0038
আরো পড়ুন
IMG-20251025-WA0014
আরো পড়ুন
IMG-20251024-WA0021
আরো পড়ুন
Scroll to Top