ঝিনাইদহে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

ঝিনাইদহে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আওয়াল । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম, ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুজ্জামান, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবীর, জেলা প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আয়োজকরা জানান, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী পোস্টার, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে একটি বিশেষ বার্তা দেওয়া হয়। “মাদক থেকে নিজে দূরে থাকুন, পরিবার ও সমাজকে রক্ষা করুন। আসুন আমরা সবাই একসাথে এই অভিশাপকে প্রতিরোধ করি।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top