ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ পুলিশ লাইন্সে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) জন্য ৫ দিনব্যাপী ব্যবহারিক ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৭ জুলাই) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম।
প্রশিক্ষণে কনস্টেবলদের পেশাগত শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, জনসেবামূলক আচরণ, অস্ত্রচালনা, মানবাধিকার, আইন-বিধিবিধানসহ বিভিন্ন বিষয়ের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, নবনিযুক্ত সদস্যদের সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে পথের প্রথম ধাপ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।