সাইফুল ইসলাম ঝিনাইদহ-
ঝিনাইদহে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীরসহ শহীদ ও আহত পরিবারবর্গ।
আলোচনায় বক্তারা বলেন, ইতিহাস শুধু মিছিল ও স্লোগানে নয়, লেখা হয় যারা নীরবে ত্যাগ স্বীকার করেন, তাদের হাত ধরেও। ‘জুলাইয়ের মায়েরা’ছিলেন এমনই কিছু সাহসিনী, যারা অন্ধকার ছাপিয়ে এনে দিয়েছিলেন একটি নতুন সকালের সম্ভাবনা।
সমাবেশে শহীদ রাকিবের মা বিচার দাবি করেন জুলাই হত্যাকাণ্ডের।
অনুষ্ঠানে ‘রেড জুলাই’ শিরোনামে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হয়, যেখানে সেই সময়ের ঘটনাবলি ও আত্মত্যাগের স্মৃতি তুলে ধরা হয়।