ঝিনাইদহে ইবির বাসে হামলা-নেপথ্যে ছাত্রদল কর্মী

নিজস্ব সংবাদদাতা:

ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার ঘটনা ঘটেছে।১০ অক্টোবর রাত পৌনে ৯ টায় ঝিনাইদহ আরাপপুরে  ইবির বাস “কুহেলিকাতে” প্রায় ১৫-২০ জন হামলা করে,বাসের চাবি ছিনিয়ে নেয় ও  ড্রাইভারকে মারধর করে আহত করে।

আজ ১০ অক্টোবর ২০২৫,ইসলামী বিশ্ববিদ্যালয়ে সারাদিন নিয়োগ সংক্রান্ত কারনে থমথমে পরিস্থিতি বিরাজমান। এতে বিভিন্ন ইস্যু ও রাজনৈতিক সমস্যার দরুন মনোমালিন্য ও বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনা ঘটতেও দেখা গেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার সাথে কথা বলে জানা যায়,নিয়োগ প্রক্রিয়া ব্যাহত করতেই পরিকল্পিতভাবে এ হামলা করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস কুহেলিকায় হামলার ঘটনায়  ঝিনাইদহ কলেজ ছাত্রদলের কর্মী ফয়সল সামী ও হুসাইন সহ ১৫-২০ জন জড়িত।

(হামলায় জড়িত সামী ও হুসাইন)

সর্বশেষ তথ্য অনুযায়ী, ড্রাইভার পল্টন আহত ও ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন,  পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ও পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখেছে।

ইবি শিক্ষার্থী মো: আয়নাল তার ফেসবুকে লিখেছেন,

“আহ্ কি রাজনীতি দেখলাম আজ

আজ এমন একটি ভোগান্তির স্বীকার হলাম, ঝিনাইদহ থেকে ৭:৩০ মিনিটে বাসে ফিরবো ক্যাম্পাসে। ঘটনাক্রমে শুনতে পেলাম কোন এক রাজনৈতিক দল হ্যাডাম দেখিয়ে, পরিবহন প্রসাসন কে নিষেধ করছে বাস না দিতে। একথা শুনার পরে পরিবহন প্রশাসক  স্যারের সাথে কন্ট্রাক করা হলো। স্যার কে বলা হলো স্যার আমরা এখানে ৩০+ শিক্ষার্থী অবস্থান করছি। তারপরে স্যার আমাদের কে বলে, ওয়েট করো বাস যাবে। আমারা বসে আছি ঠিক ৮:৪৫ মিনিটে শুনতে পেলাম কুহেলিকা গাড়ির ড্রাইভার কে মেরে হসপিটালে পাঠিয়েছে…

দীর্ঘ ২ ঘন্টা সাধারণ শিক্ষার্থী ভোগান্তির স্বীকার হয়েছে অবশেষে লাইনের বাসে ক্যাম্পাসে ফিরতে হয়। এমন রাজনীতি আমরা ক্যাম্পাসে দেখতে চাই না..”

আরেক শিক্ষার্থী আমির ফয়সাল লিখেছেন-

“সন্ধ্যা সাড়ে সাতটার বাস কোনো এক বা*লের পলিটিকাল দলের লোকজনের ঝামেলার কারণে নাকি ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে যাবেনা।

ওকে!

এরপর পরিবহন প্রশাসক স্যারের মাধ্যমে একটা বাস ‘কুহেলিকা’ ক্যাম্পাস থেকে ঝিনাইদহ আসছিলো আমাদের ৩০+ শিক্ষার্থীদের ফেরত নিতে।

এখন রাত বাজে সোয়া নয়টা!

তারপর সেই বাস আরাপপুর আসার পরই ড্রাইভার মামাকে বেধড়ক পিটিয়েছে।।

এতো হ্যাডম?

প্রশাসন যদি এর সঠিক এবং উপর্যুক্ত বিচার করতে না পারে তাহলে গদি ছাড়ার অনুরোধ।”

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
IMG-20250928-WA0010
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top