ঝিনাইদহ (কালীগঞ্জ)প্রতিনিধিঃ
ঝিনাইদহ-৪ আসনের শিমলা-রোকনপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আলিনুর রহমান, শিমলা-রোকনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ এরশাদ আলী এবং ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ আদর্শ থানা শাখার সভাপতি ঈশা খাঁন।
সভাটি পরিচালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ইমরান হোসাইন।
সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের প্রার্থী মাওলানা আবু তালিবকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।