কালীগঞ্জে জামায়াতের স্বাগত কর্মসূচি: জাতীয় সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি

বনি আমিন, কালীগঞ্জ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ১৯ জুলাই ঢাকার জাতীয় সমাবেশ সফল করতে কালীগঞ্জ পৌরসভায় এক স্বাগত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া সত্ত্বেও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আমির হাফেজ মাওলানা মোঃ আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি ও পৌরসভা মেয়র পদে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান বলেন, “১৯ জুলাইয়ের সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় দাবি প্রতিষ্ঠার প্রক্রিয়া।” তিনি পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে সময় আরও বক্তব্য রাখেন: পৌর সেক্রেটারি মোঃ হাসানুজ্জামান হাসান, সিমলা-রোকনপুর ইউনিয়ন সভাপতি এরশাদ আলী, ত্রিলোচানপুর ইউনিয়ন আমির মাওলানা বিল্লাল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আমির মোঃ রাশেদুজ্জামান, ছাত্রশিবির কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মোঃ আরাফাত হোসেন। বক্তারা বলেন, চলমান আন্দোলন একটি নৈতিক ও সাংবিধানিক দাবির প্রতিফলন যা শান্তিপূর্ণ ও গণভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আলোচনা সভা শেষে একটি শৃঙ্খলাপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে হালকা বৃষ্টি থাকলেও নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কালীগঞ্জের এ কর্মসূচিও সেই ধারাবাহিক প্রস্তুতির অংশ।

Scroll to Top