কালীগঞ্জের বড়তালিয়ান গ্রামে পানিবন্দি ফসলি মাঠ পরিদর্শনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি –

শনিবার (২ আগষ্ট) ঝিনাইদহ-৪ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের বড়তালিয়ান গ্রামে অতিবর্ষনে পানিতে তলিয়ে যাওয়া আবাদি ফসলের মাঠ পরিদর্শন করেছেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান. উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী আব্দুল জলিল, জামাল ইউনিয়ন জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান বাবলু, ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা ইউনুস আলী, সেক্রেটারি তৈয়েবুর রহমান প্রমূখ। পরিদর্শনে তারা দেখতে পান. বড়তালিয়ান ব্রিজ থেকে নাটোপাড়া পর্যন্ত পূর্বাঞ্চল,বড়তালিয়ান ব্রিজ থেকে ভীটস্বর পর্যন্ত পশ্চিমাঞ্চল, হুদা ডাউটি থেকে নলডাঙ্গা পর্যন্ত পশ্চিমাংশ,বড় ডাউটি থেকে শালকোপা বাগুটে পর্যন্ত উত্তরে প্রায় ৭ কিলোমিটার এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রায় ৮০% রোপণকৃত ধান নষ্টের পথে। বিশাল এই ক্ষতির ফলে জামাল ইউনিয়নের অধিকাংশ কৃষক পরিবার চরম খাদ্য সংকটের আশঙ্কায় ভুগছে।
মাওলানা আবু তালিব ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন। তিনি আশ্বস্ত করে বলেন, “জামায়াত ইসলামী ভবিষ্যতে সরকার গঠন করলে জামাল ইউনিয়নের দখলকৃত খাল ও নদীগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। যাতে আবাদি জমির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশন হতে পারে এবং কৃষকরা নির্বিঘ্নে চাষাবাদ চালিয়ে যেতে পারেন।”
তিনি আরও বলেন, “জামায়াত ইসলামী কৃষকবান্ধব দল। আমরা মানুষের পাশে আছি এবং থাকব।
পরিশেষে তিনি দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা যেন জামাল ইউনিয়নের কৃষকদের এই দুর্যোগ থেকে হেফাজত করেন।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top