এমপি হলে সরকারি ফ্ল্যাট-গাড়ি নেব না, নলডাঙ্গা ইউনিয়ন কর্মী সমাবেশে………আবু তালিব

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তবে ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি বা সরকারি ফ্ল্যাট-বাসভবনের বরাদ্দ নেব না। সাধারণ মানুষের মতই সাধারণভাবে চলব, কারণ আমি জনগণের সেবক হতে চাই, ভিআইপি নয়।
এভাবেই বক্তব্য শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা নায়েবে আমীর ও কালীগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবু তালিব। তিনি সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর স্কুল মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তরুণদের নেশা, মাদক আর বেকারত্বের অন্ধকার থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করব। কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না। সমাজে নারীকে যথাযথ মর্যাদা দিতে হবে। নতুন প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর, আলোকিত সমাজ গড়ে তুলতে চাই।
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ আলী, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, আবুবকর, রুহুল আমিন, রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান ঘোষণা করা হয় ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নলডাঙ্গা ইউনিয়ন নায়েবে আমীর মনিরুজ্জামান।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
যে কোন সময় নির্বাচন করতে প্রস্তুত জামায়াত --- মোবারক হোসাইন
আরো পড়ুন
Scroll to Top