অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ: ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সুরক্ষা বিহীন ঝুলন্ত বৈদ্যুতিক তার জনজীবনের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রায় প্রতিটি সড়ক, মোড় ও বাজার এলাকায় বিদ্যুৎ পোলের উপর এলোমেলোভাবে ঝুলছে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক, ক্যাবল ও ফাইবার অপটিক তার। ইতোমধ্যে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডে প্রাণহানি এবং সম্পদহানির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের তদারকির অভাব, অপরিকল্পিত সংযোগ, এবং নিয়মবহির্ভূত সংস্থার তার টানানোকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্ষাকালে ভিজে পরিবেশে এই তারগুলো মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। নগরবাসীর অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই একের পর এক সংযোগ দেওয়া হচ্ছে। ট্রান্সমিটার, সার্কিট ব্রেকারসহ সংবেদনশীল যন্ত্রাংশগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় নেই। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ঝুঁকির মাত্রা দিন দিন বাড়ছে। শুধু কালীগঞ্জ শহর নয়, আশপাশের কয়েকটি ইউনিয়ন এলাকাতেও অনুরূপ বৈদ্যুতিক ঝুঁকির চিত্র পরিলক্ষিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Scroll to Top