বদলাচ্ছে সততার সংজ্ঞা

এম এ কবীর সততা-নৈতিকতার সঙ্গে মনের একটা গভীর সম্পর্ক কিংবা যোগাযোগ আছে; যা পরিবারের সংস্কার থেকে বংশানুক্রমে আসে। তাই যে কারোর বিবেকের মৃত্যু দেখে খারাপ লাগাটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে বিবেককে কে মেরেছে? মেরেছে পরাধীনতা। কোন পরাধীনতা? আমরাতো স্বাধীন। আসলে কী তাই? চোখ বুজে শান্ত মনে একটু ভেবে দেখুন। কী চেয়েছিলাম, কী পেলাম? আমাদের যার যতটুকু […]