বাজেট: স্বস্তির চেয়ে অস্বস্তি বেশি

ডেস্ক রিপোর্ট বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আরিফুর রহমান। বাজেট বক্তৃতা কখনো পুরোটাই শোনা হয়নি তাঁর। তবে বাজেটের দিন একটি বিষয়ে চোখ বুলাতে ভুল হয় না। পণ্য ও সেবার খরচ কোথায় বাড়বে কিংবা কোথায় কমবে, বাজেটে তাঁর জানার বিষয় এই একটাই। এ বিষয়ে চোখ বুলাতে গিয়ে স্বস্তি পেয়েছেন খুব সামান্যই। অস্বস্তিই ছিল বেশি। কারণ, বাজেটে শুল্ককর কমেছে, […]