কোটচাঁদপুরে দুই পরিবারের কলহে রাস্তা বন্ধ
বে-কায়দায় প্রতিবেশী ও স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীরা
মোস্তাফিজুর রহমান, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি দুই পরিবারের কলহে রাস্তা বন্ধ করায় বে-কায়দায় পড়েছেন প্রতিবেশী ও স্কুল মাদ্রাসাগামী শিক্ষার্থীরা। বেশ কিছু দিন ধরে এ অবস্থা চলছে কোটচাঁদপুরের কাগমারি গ্রামে। যা দেখার কেউ নেই। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। জানা যায়, কোটচাঁদপুরের কাগমারি গ্রামের নিমে খালি পাড়ার বাসিন্দা মিজানুর রহমান( মিজান) ও […]