বনি আমিন, কালীগঞ্জ
“এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়”—এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করে উপজেলা শিক্ষা অফিস।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ নানা ধরনের পিঠা তৈরি করে সেগুলো নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের নামে টেবিলের উপরে সাজিয়ে রাখেন। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম পিঠা উৎসবের উদ্বোধন করেন এবং উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, পিঠা উৎসবের অংশগ্রহণকারী উপজেলা শিক্ষা অফিসার শারমিন নাসিমা বানু, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মামুনুর রশিদ, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
দিনব্যাপী চলা এই পিঠা উৎসবে স্থানীয় নারী, পুরুষ, শিশু এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।