শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি 

শৈলকুপায় গভীর রাতে ডাকাতি চেষ্টা, অস্ত্রসহ এক ডাকাত আটক – আহত গৃহস্থ হাসপাতালে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামের বড়বাড়িতে গভীর রাতে ডাকাতির চেষ্টাকালে উজ্জ্বল হোসেন নামে এক ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করেছে গ্রামবাসী।

জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক সজীব হোসেন বাধা দিলে ডাকাত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সজীব গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।

পরে তমালতলা পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে শৈলকুপা থানায় হস্তান্তর করে। আহত সজীব হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top