ঝিনাইদহ শহর প্রতিবেদক
ঝিনাইদাহে ৩০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক করেছে ঝিনাইদহ জেলা ডিবি ও সদর থানা পুলিশ।
আজ (২৯ এপ্রিল) ঝিনাইদহ সদর থানার ওসি মো. আব্দুল হাশেম ও এসআই মারুফ হোসেনের নেতৃত্বে জেলা ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সদর থানার লক্ষীপুর ‘বন্ড ব্রিক্স ইট ভাটা’র সামনে চেক পোস্ট করা কালে দুপুর ১২টায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মুক্তা পরিবহন নামক একটি পরিবহন তল্লাশি করারে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এসময়, গাইবান্ধা জেলার মো: আব্দুর রাহিম(১৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার, ইমরান জাকারিয়া জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঝিনাইদহ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।