মহেশপুর সীমান্তে ১৯ শিশুসহ

মহেশপুর সীমান্তে ১৯ শিশুসহ ৪২ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ 

সাইম সাইদি, মহেশপুর

মহেশপুর সীমান্তে ১৯ শিশুসহ ৪২ জনকে পুশ ইন করেছে ভারতের বিএসএফ ।

ঝিন্ইাদহের মহেশপুর ৫৮-বিজিবি কুশাডাংগা ও বেনীপুর সীমান্ত থেকে শিশু সহ ৪২ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার কর্।  এদের ভারতীয় ১৯৪ ব্যাটেলিয়ন বিএসএফ পুশ ব্যাক করে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি সুত্রে প্রকাশ রবিবার বিকালে কুসুমপুর সীমান্তে ৫টি পরিবারের ৩৩ জন এবং বেণীপুর সীমান্তে একই পরিবারের ৯জন মোট ৪২জনকে পুশ ব্যাক করে এর মধ্যে ১৯ শিশু রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম জানিয়েছেন উদ্ধার কৃতরা জানিয়েছে তারা ৮/১০ বছর আগে ভারতে যেয়ে বসবাস করে আসছে। ৫ টি পরিবার ছিলো গুজরাটে এবং একটি পরিবার ছিলো হরিয়ানায় রাজ্যে। হরিয়ানা বিএসএফ তাদেরকে আটক করে সীমান্তে ১৯৪ বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে তারা আজ বিকালে পুশ ব্যাক করে। বিজিবি জানায় তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। গতকাল ও ১৫ জন ভারত থেকে অনু প্রবেশ করে ছিলো।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top