নিহত চালকের সন্তানের হাতে আর্থিক সহায়তা তুলে দিল শ্রমিক কল্যাণ ফেডারেশন

সাইফুল ইসলাম, ঝিনাইদহ –

নিহত চালকের সন্তানের হাতে আর্থিক সহায়তা তুলে দিল শ্রমিক কল্যাণ ফেডারেশন। মাগুরায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ঝিনাইদহের বাদপুকুরিয়া গ্রামের ট্রাকচালক বিপ্লব হোসেনের (৩৫) পরিবারের পাশে দাঁড়িয়েছে ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন।

সোমবার বিকেলে ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমহনী এলাকায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নিহত বিপ্লবের শিশুসন্তানের হাতে ১০ হাজার টাকা প্রাথমিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও সহায়তার আশ্বাস দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা শ্রমিক  কল্যাণ ফেডারেশনের সভাপতি সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আলী আজম মোঃ আবু বকর।

জেলা আমীর বলেন, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। বিপ্লবের পরিবারের এই দুঃসময়ে আমরা পাশে আছি, ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ছগীর আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সাবেক সদর উপজেলা আমীর মতিউর রহমান এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুন-অর-রশিদ,সহসভাপতি আজিজুর রহমান আন্জু,বাইতুল মাল সম্পাদক তরিকুল ইসলাম টিপু, সদর উপজেলা সভাপতি শামিম উল্লাহ, সাগান্না ইউনিয়ন আমীর ইকরামুল হক, সেক্রেটারি ইউনূস আলী, সহকারী সেক্রেটারি ফিরোজ আলম প্রমূখ।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বলেন, শ্রমিকদের যে কোনো সংকটে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। বিপ্লবের পরিবারের পাশে থেকে আমরা সেটাই প্রমাণ করেছি।

উল্লেখ্য, গত ৫ জুলাই দিবাগত রাত ১২টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় রাজবাড়ীগামী একটি চালবোঝাই ট্রাকের সঙ্গে সাতক্ষীরা লাইন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন ট্রাকচালক বিপ্লব হোসেন। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

Scroll to Top