ঝিনাইদহে প্রথমবারের মতো রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

ঝিনাইদহে প্রথমবারের মতো রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

ঝিনাইদহে প্রথমবারের মতো রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত। ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেরণায় দেশের ইতিহাসে প্রথমবার পালিত হলো ‘রেমিটেন্স যোদ্ধা দিবস’। এ উপলক্ষে শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, টিটিসি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও প্রবাসী কল্যাণে জড়িতরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন,জুলাই আন্দোলনে প্রবাসীরাও সক্রিয় ছিলেন। তারা প্রতিবাদ করেছেন, জেল খেটেছেন, চাকরি হারিয়েছেন, শূন্য হাতে ফিরেছেন।এই ত্যাগ জাতির জন্য অনন্য দৃষ্টান্ত।

তিনি বলেন, সরকার রেমিটেন্স যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দিচ্ছে। বৈধ পথে রেমিটেন্স পাঠানোর পাশাপাশি বিদেশে যেতে দক্ষতা ও ভাষাজ্ঞান অর্জনের আহ্বান জানান তিনি।

আলোচনা শেষে রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top