ঝিনাইদহে পলিটেকনিক

৬ দফা দাবিতে ঝিনাইদহে পলিটেকনিক শাটডাউন

ঝিনাইদহ শহর প্রতিবেদক

৬ দফা দাবিতে চলছে ঝিনাইদহে পলিটেকনিকে শাটডাউন। অকারিগরি ক্রাফটদের পক্ষে আদালতের রায়ের প্রতিবাদে ঝিনাইদহে শাটডাউন ঘোষণা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। ৬ দফা দাবি আদায়ে “কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ ” এর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে তারা এ কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে যেয়ে দেখা যায়, ক্লাস রুমগুলোতে তারা ঝুলছে । তবে শিক্ষার্থীদের বড় কোনো সমাগমের দেখা মেলেনি ।

এ সময় ঝিনাইদহ পলিটেকনিকের ৭ম সেমিস্টারের নাইমুর রহমান হেলাল, শেখ রানা, তানভীর আক্তার তুষার, তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম অপুসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি তারা পালন করছে। পরবর্তীতে আরও যদি কোনো বৃহত্তর কর্মসূচি আসে তবে অবশ্যই তা পালন করা হবে।

তারা আরও বলেন, আদালত অকারিগরি ক্রাফটদের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক। এইচএসসি পাস একজন ক্রাফট পলিটেকনিকের শিক্ষক হওয়ার যোগ্য না। আমাদের ক্লাস নেওয়ার যোগ্যতাও নেই তাদের। অনতিবিলম্বে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top