ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল উদ্ধার

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল উদ্ধার

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল উদ্ধার। ঝিনাইদহে চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মোবাইল ফোনের পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে ভুক্তভোগীদের ফেরত দেওয়া হয়েছে।

এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৬ জন ভিকটিমকে সহায়তা এবং ১২ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করেছে সাইবার সেল।

মোবাইল ফেরত প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান জাকারিয়া, ডিবির ওসি মো. আব্দুল হাশেম এবং সাইবার সেলের কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন,ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গঠনের পর থেকে নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে ক্লু-লেস হত্যা, ডাকাতি, প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিংসহ বিভিন্ন অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে।

আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Scroll to Top