ঝিনাইদহে ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের শিক্ষাশিবির অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, ঝিনাইদহ▪

ঝিনাইদহে ইউনিয়ন আমীর-সেক্রেটারিদের শিক্ষাশিবির অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন আমীর ও সেক্রেটারিদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরের আলহেরা অফিস কক্ষে এ শিবির অনুষ্ঠিত হয়।

আয়োজনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও ঝিনাইদহ পৌরসভার মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা তারবিয়াতের সভাপতি মুহাদ্দীস রবিউল ইসলাম, কালীগঞ্জ উপজেলার সাবেক আমীর মাওলানা ওলিউর রহমান, সদর উপজেলার সাবেক আমীর মতিয়ার রহমান এবং গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ড. মনোয়ার হোসেন।

শিক্ষাশিবিরে জেলার প্রতিটি ইউনিয়নের আমীর ও সেক্রেটারিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজন থেকে সংগঠনকে আরও সুসংহত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
image-230031-1756710545
আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
Scroll to Top