কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা-
কালীগঞ্জে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিবিরের নলকূপ স্থাপন। ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির সুবিধার্থে নলকূপ স্থাপন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মোঃ আরিফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর চিন্ময় বাড়ৈ’র উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।
এ সময় শিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ঈশা খাঁ, পৌর সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ, কালীগঞ্জ পূর্ব শাখার সভাপতি সবুজ হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ শাখা শিবির সভাপতি মো. হুসাইন আহমেদ।
শিক্ষার্থী ও কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা এতে অংশ নিয়ে মতামত প্রদান করেন।
আয়োজনে ছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা, কালীগঞ্জ, ঝিনাইদহ।