বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির

কালীগঞ্জে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

মো. মাসুদ রানা, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে আড়ম্বপূর্নভাবে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহঃবার (১৭ জুলাই) দুপুরে শহিদুল ইসলামের সভাপতিত্বে হাঙ্গার ফ্রি ওয়াল্ডে এ সভা অনুষ্ঠিত হয়। সভাতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাহিন কবির।

দ্বি-বার্ষিক কমিটিতে সহিদুল ইসলামকে সভাপতি ও ফারুক হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।

সাধারন সভাতে বিগত বছরের হিসাব নিকাশ শেষে উন্মুক্ত পরিবেশে নতুন কমিটি গঠন করা হয়। এ সময়ে কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top