কালীগঞ্জে ডাবল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কালীগঞ্জে ডাবল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

কালীগঞ্জ প্রতিনিধি:

কালীগঞ্জে ডাবল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর দ্বৈত হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি আব্দুর রাজ্জাক মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীর বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদারের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) রানা প্রতাপের নেতৃত্বে পুলিশের একটি দল ১০ জুন রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক মোল্লাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজ্জাক মোল্লা নাকোবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং আপন দুই ভাই ইউনুচ আলী ও মহব্বত আলীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ৪৭ নম্বর আসামি। হত্যাকাণ্ডের পরদিন, অর্থাৎ ১ জুন ২০২৫ তারিখে, রাজ্জাক মোল্লা ও জাফর মেম্বারের নেতৃত্বে একটি মোটরসাইকেল বহর গাজীর বাজার এলাকায় প্রদক্ষিণ করে।

এ সময় ফেসবুক লাইভে একজন ব্যক্তি উল্লাস প্রকাশ করে ঘোষণা দেন “আজ কোলা ও জামাল স্বাধীন হলো, মুক্ত হলো” এমত বক্তব্যের মাধ্যমে তারা এলাকা ত্যাগ করে। গ্রেপ্তারের পরপরই রাজনৈতিক চাপের আশঙ্কাজনক দৃষ্টান্তও সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজ্জাক মোল্লাকে থানার হেফাজত থেকে মুক্ত করতে একটি স্থানীয় বিএনপি-সমর্থিত গোষ্ঠী রাতেই থানা প্রাঙ্গণে গিয়ে সক্রিয় তদবির চালায়। তাদের প্রভাব খাটিয়ে আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা প্রশাসনের নজরে আসে এবং বিষয়টি দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হয়। গ্রেপ্তারের সময় রাজ্জাক মোল্লা গাজীর বাজারে এক চায়ের দোকানে বসে চা পান করছিলেন বলে জানা যায়।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top