শিক্ষার্থীর মানহানির অভিযোগে শিক্ষক ও সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা

শিক্ষার্থীর মানহানির অভিযোগে শিক্ষক ও সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

কালীগঞ্জ, ঝিনাইদহ:

শিক্ষার্থীর মানহানির অভিযোগে শিক্ষক ও সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। শিক্ষার্থীর মানহানির অভিযোগে শিক্ষক ও সভাপতিসহ ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসাকে কেন্দ্র করে এক অভিভাবকের লিখিত অভিযোগে শিক্ষক, মাদরাসা সভাপতি ও স্থানীয় একটি অনলাইন মিডিয়া পেজের সম্পৃক্ততা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন শিক্ষক, কেরানি, মাদরাসার এডহক কমিটির সভাপতি এবং স্থানীয় একটি ফেসবুক পেজের পরিচালনাকারী। অভিযোগকারী মো. রাশেদ আলী (৪০), মধুপুর গ্রামের বাসিন্দা ও কাদিরকোল আদর্শ দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রীর পিতা। তিনি ২৭ জুন কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, মাদরাসার শিক্ষক বিল্লাল হোসেনের সঙ্গে তার মেয়ের প্রাইভেট পড়াশোনা সংক্রান্ত বিষয়ে ভুল বোঝাবুঝি ও সামান্য হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার অন্য চার শিক্ষক—মজনু, হুমায়ুন কবির, নাজমা ও কেরানি আলম তাকে ভয়ভীতি দেখিয়ে সভাপতি রবিউল ইসলামের কাছে বিল্লাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে বাধ্য করেন।

অভিযোগে আরও বলা হয়, অভিযোগকারীর নিরক্ষরতার সুযোগ নিয়ে শিক্ষক মজনু একটি লিখিত অভিযোগ তৈরি করে তাকে দিয়ে সই করিয়ে নেয় এবং সেই অভিযোগটি মাদরাসার সভাপতি রবিউল ইসলামের কাছে জমা দেওয়া হয়। পরবর্তীতে রাশেদ আলী পারিবারিকভাবে বিষয়টি বুঝতে পেরে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং তা মৌখিকভাবে জানিয়ে লিখিত অভিযোগ ফেরত চাইতে গেলে সভাপতি তা ফেরত না দিয়ে আশ্বাস দেন যে “সব ঠিক হয়ে যাবে”।

তবে রাশেদ আলীর অভিযোগ, পরবর্তীতে তিনি দেখতে পান সেই অভিযোগপত্রটি ফেসবুক ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে এবং তার মেয়ে সম্পর্কে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। ফেসবুক পেজ “এসকে টিভি ২৪”-এর মাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করা হয় যেখানে মেয়েটির নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ এবং ভূয়া হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রচার করা হয়।

অভিযোগকারী রাশেদ আলীর ভাষ্য মতে, “বিবাদীদের উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র ও মিথ্যা তথ্য প্রচারের কারণে আমার মেয়ের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আমাদের পরিবার সামাজিকভাবে চরম হেয়প্রতিপন্ন হয়েছে।”

তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এদিকে বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

Scroll to Top