কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এসব ব্যাগ বিতরণ করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাহবুবুর রহমান মিলন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ, শিক্ষক নুরুন্নাহার খাতুন, ক্রীড়া শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক আব্দুস সমাদ প্রমুখ।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলে এবং সামাজিক দায়িত্ববোধও জাগ্রত করে।