কালীগঞ্জ (ঝিনাইদহ):
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত। ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব-এর পক্ষে ৪নং নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশ শুক্রবার বিকেলে নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বরচাঁদা গ্রামে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ৪নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামান মিঠু এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খাঁন।
সভায় সভাপতিত্ব করেন ৪নং নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমির বাবুল আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিলন হোসেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। তারা জনগণকে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।