ঢাকায় অনুষ্ঠিত হলো কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রীতি সমাবেশ

ঢাকায় অনুষ্ঠিত হলো কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রীতি সমাবেশ

বনি আমিন, কালীগঞ্জ:

ঢাকায় অনুষ্ঠিত হলো কালীগঞ্জ উন্নয়ন ফোরামের প্রীতি সমাবেশ। রাজধানী ঢাকাস্থ কালীগঞ্জবাসীদের উদ্যোগে “কালীগঞ্জ উন্নয়ন ফোরাম” এর ব্যতিক্রমধর্মী প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঢাকার মগবাজারের আদ্বি-দিন মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সকাল সাড়ে আটটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ঢাকার ব্যস্ত নগরীতে যেন প্রতিফলিত হলো এক টুকরো কালীগঞ্জের আবেগ, সংস্কৃতি ও স্বপ্ন। মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় এবং আদর্শ উন্নয়নকে সামনে রেখে আয়োজিত এ সমাবেশটি পরিণত হয় এক উচ্ছ্বসিত মিলনমেলায়।

২০১৮ সালের রমজানে আত্মপ্রকাশ করা এই অরাজনৈতিক সংগঠনটি ইতোমধ্যে ঢাকাস্থ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করে একটি বলিষ্ঠ সামাজিক প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সুহীন হোসেন এবং সঞ্চালনায় ছিলেন আরিজ মিয়া এবং উপদেষ্টা মন্ডলী প্রভাষক শেখ শাহজালাল, অ্যাডভোকেট জিল্লুর রহমান, আসাদুল ইসলাম আসাদ সহ প্রায় শতাধিক ঢাকাস্থ কালীগঞ্জবাসী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ছিলেন প্রভাষক, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবী, ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বক্তারা বলেন, “কালীগঞ্জ উন্নয়ন ফোরাম” শুধুমাত্র ঢাকাস্থ মিলনস্থল নয়, বরং এটি একটি উন্নয়ন ভাবনার গতিশীল কেন্দ্র। অরাজনৈতিক হলেও এই সংগঠনটি সমাজে ইনসাফ, ন্যায় ও মানবিকতার পক্ষে একটি নির্ভরযোগ্য কণ্ঠস্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বিশেষ অতিথি ড. হাবিবুর রহমান আবেগজড়িত কণ্ঠে বলেন, “ঢাকায় বসেই যেন কালীগঞ্জের প্রাণ দেখতে পাচ্ছি। তরুণদের উদ্যম, স্বপ্ন ও দায়িত্ববোধ দেখে আমি আশাবাদী হয়ে উঠেছি, একদিন এই উপজেলা পরিচিতি পাবে একটি ন্যায়ভিত্তিক মডেল অঞ্চলের প্রতীক হিসেবে।”

মাওলানা অলিউর রহমান বলেন, “যারা প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে স্বপ্ন দেখে, তাদের প্রতি সম্মান ও দোয়া রইল, আল্লাহ তাদের আকাঙ্ক্ষা পূরণ করুন।” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু তালিব, যিনি ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

তিনি বলেন, “যারা সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখছে, তাদের সঙ্গে নিয়ে নির্বাচনী সফলতার মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে আমি বদ্ধপরিকর। নির্বাচন শুধুমাত্র একটি প্রক্রিয়া, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইনসাফভিত্তিক ও মানবিক সমাজ বিনির্মাণ।”

সমাপনী বক্তব্যে সভাপতি সুহীন হোসেন বলেন, “একটি ক্ষুদ্র প্রচেষ্টাই আজ একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। কালীগঞ্জ উন্নয়ন ফোরাম আগামীর দিনগুলোতে মডেল উপজেলা গঠনে নতুন চিন্তা, নতুন পরিকল্পনা ও নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আরও বলিষ্ঠভাবে এগিয়ে যাবে।”

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top