ডাবল মার্ডারের অন্যতম আসামি,

ডাবল মার্ডারের অন্যতম আসামি, কালীগঞ্জের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী ‘ঘ্যানা’ পিস্তলসহ গ্রেপ্তার।

কালীগঞ্জ, প্রতিনিধি

ডাবল মার্ডারের অন্যতম আসামি, কালীগঞ্জের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী ‘ঘ্যানা’ পিস্তলসহ গ্রেপ্তার। যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দুই ভাই আমিনুর রহমান মহব্বত আলী বিশ্বাস ও ইউনুস আলী বিশ্বাস হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। এলাকাবাসীর ভাষায়, ঘ্যানা ছিল পুরো হামলার সরাসরি নেতৃত্বদানকারী।

গত পহেলা জুন সকালে তালিয়ান শ্মশানঘাটের পাশে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে প্রথমে আমিনুরকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে ছুটে আসা তারই বড় ভাই ইউনুসকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা যান।

ঘ্যানা সহ কয়েকজন মিলে দুই সহোদর ভাইকে গুরুতর জখমের পর, হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিহতদের বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। ঘটনার সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আতঙ্কে মানুষ বাড়ি ছেড়ে পালাতে শুরু করে। ঘ্যানাকে আজ রাত ৮টায় সেনা, র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে দুধরাজপুর গ্রাম থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন
শৈলকুপার ডাউটিয়া বাজারে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
IMG-20251010-WA0010
আরো পড়ুন
জামায়াতের আয়োজনে কালীগঞ্জের কোলা ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
আরো পড়ুন
Picsart_25-09-21_19-04-44-013
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ
আরো পড়ুন
Scroll to Top