ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

ঝিনাইদহে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন। শিক্ষা সবার অধিকার, বৃত্তি থেকে বঞ্চিত কেন কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা? ঝিনাইদহে এমন স্লোগানে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন,বাংলাদেশ প্রি-ক্যাডেট অ্যান্ড স্কুল ফাউন্ডেশন জেলা সভাপতি আবুল কালাম আজাদ,উদয়ন বিদ্যা নিকেতনের পরিচালক মনিরুজ্জামান মানিকসহ অন্যান্য শিক্ষক-অভিভাবকগণ।

বক্তারা বলেন,দেশের হাজারো কিন্ডারগার্টেনে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষারই অংশ। অথচ সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা চরম বৈষম্যের শিকার হচ্ছে। এ অবস্থান সংবিধান ও শিক্ষার মৌলিক অধিকারের পরিপন্থী।

তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে বলেন,সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না হলে শিক্ষাব্যবস্থায় অসাম্য আরও বাড়বে।

বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আরো পড়ুন
IMG-20250829-WA0073
আরো পড়ুন
IMG-20250827-WA0033
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
Copy of Public_20250825_201535_0000
আরো পড়ুন
ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার
আরো পড়ুন
IMG-20250823-WA0026
আরো পড়ুন
Scroll to Top