কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা:
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল বাজারে মিয়াবাড়ি নূরানী ক্যাডেট মাদরাসার উদ্যোগে শীতার্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেন। শনিবার দুপুরে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও.আবু তালিব।
মাদরাসার সভাপতি হুরমজুল কবীর কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য, জেলা শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত মনোনীত নিয়ামতপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মিঠু, নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল আক্তার এবং জামায়াত মনোনীত রায়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিয়ামতপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিলন হোসেন। শীতবস্ত্র পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।