মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ
কালীগঞ্জে যুবদলের অনলাইন অ্যাক্টিভিটস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা মোতাবেক “অনলাইন অ্যাক্টিভিটস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথি আশরাফুল ইসলাম পিন্টু বলেন, “বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের কার্যক্রমকে আরও গতিশীল করতে অনলাইন অ্যাক্টিভিটস প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ নেতাকর্মীদের দক্ষতা বাড়াতে এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।”
আমন্ত্রিত অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, “তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে দলের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আবুল কালাম এবং হরিনাকুন্ডু উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা রিপন।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মাসুদ রানা, ডালিম, পৌর যুবদলের আহবায়ক শাহাজান আলী খোকন ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন।