কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো. মাসুদ রানা, কালীগঞ্জ

কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মাধ্যমে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টিকে উপেক্ষা করে বর্ণাঢ্য র্যালী ও শোভা যাত্রার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মাহবুবার রহমানের সভাপতিত্বে, সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়।

এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

উক্ত শোভাযাত্রায় হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে এক ঐতিহাসিক শোভাযাত্রায় রুপ নেয়।

শোভাযাত্রাটি চলাকালীন সময়ে মুষলধারে বৃষ্টি শুরু হয় এসময়ে নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে যেয়ে শেষ করে এবং এসময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতীয়তাবাদী দল গঠন করেন।

আমরা তার আর্দশ নিয়ে রাজনীতি করতে হবে, কোন প্রকার দেশি-বিদেশি যড়যন্ত্র করে আমাদের দলকে দমিয়ে রাখা যাবে না, তা ছাড়া কোন ষড়যন্ত্র মাধ্যমে আসন্ন নির্বাচনকে বানচালের চেষ্টা করলে সাধারন মানুষ সেটা কঠোর হাতে দমন করবে।

তাই উচিত এ সরকারকে দ্রুত নির্বাচনের দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দেয়া।

তিনি আরও বলেন আপনারা এখন থেকেই ঘরে ফিরে আসন্ন নির্বাচনের জন্য কাজ করবেন।

এছাড়া উক্ত শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক, শহিদুল ইসলাম সাইদুল,ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক জাবেদ আলী, ওহেদ লস্কর, আনোয়ার হোসেন, মোশারফ হোসেনসহ সকল ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।

আরো পড়ুন
ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ও দুর্নীতি-চাঁদাবাজি
আরো পড়ুন
IMG-20250904-WA0013
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
IMG-20250901-WA0068
আরো পড়ুন
FB_IMG_1756717902020
আরো পড়ুন
Oplus_0
আরো পড়ুন
Scroll to Top