বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কক্ষে চুরির ঘটনা।

কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলিতে চলছে লাগাতার চুরির মহোৎসব

বনি আমিন, কালীগঞ্জ:

বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কক্ষে চুরির ঘটনা। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কক্ষের লোহার জানালার গ্রিল ভেঙে গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২ জুলাই) গভীর রাতে সংঘটিত এ চুরির ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন আক্তার জানান, “সকালে বিদ্যালয়ে এসে দেখি, শিক্ষকদের কক্ষের জানালার গ্রিল ভাঙা, আলমারি খোলা এবং ভেতরে থাকা সমস্ত মালামাল এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। পরবর্তীতে দেখা যায়, স্কুলের প্রিন্টার, পিতলের ঘণ্টা ও ব্যাটারি চার্জার মেশিন চুরি হয়ে গেছে।” তবে তিনি জানান, “ল্যাপটপটি বাসায় নিয়ে যাওয়ার ফলে সেটি চোরদের হাত থেকে রক্ষা পেয়েছে।”

এ ঘটনায় তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। চলতি বছরের মার্চে খড়িকাডাঙ্গা, মে মাসে শশারপাড়া ভিটেখোলা এবং জুন মাসে মহিষাহাটী প্রাথমিক বিদ্যালয়ে একই কায়দায় ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রিন্টারসহ নানা শিক্ষা উপকরণ চুরি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান বলেন, “একটির পর একটি বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটছে, অথচ থানায় একাধিক অভিযোগ দিয়েও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পাঠদান কার্যক্রম হুমকির মুখে পড়ছে।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “প্রধান শিক্ষক আমাকে বিষয়টি অবগত করেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

Scroll to Top