বনি আমিন, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার যশোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে দুই পথচারী আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে কালীগঞ্জ থানার রুঘুনাথপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর থেকে ঝিনাইদহগামী ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৭৭৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এ সময় পাশ দিয়ে চলাচল করা মো. ইব্রাহিম (১৫) ও মো. আতিক (২১) নামে দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুই যুবকের অবস্থা স্থিতিশীল থাকলেও তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বারোবাজার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহসিন হোসেন জানান, ‘‘দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’’
দুর্ঘটনার এড়াতে চালকদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমি সেবায় নবজাগরণ: কালীগঞ্জে এক বছরে ১৩ হাজার মামলা নিষ্পত্তি করলেন এসিল্যান্ড শাহীন আলম