১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে কালীগঞ্জে পৌরসভায় জামায়াতের প্রচারণা

১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে কালীগঞ্জে পৌরসভায় জামায়াতের প্রচারণা

বনি আমিন, কালীগঞ্জ:

১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে কালীগঞ্জে পৌরসভায় জামায়াতের প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৈরি আবহাওয়া সত্ত্বেও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন। কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আমির হাফেজ মাওলানা মো. আব্দুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সেক্রেটারি ও পৌরসভা মেয়র পদে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. লুৎফর রহমান বলেন, “১৯ জুলাইয়ের সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় দাবি প্রতিষ্ঠার প্রক্রিয়া।” তিনি পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে সময় আরও বক্তব্য রাখেন, পৌর সেক্রেটারি মো. হাসানুজ্জামান হাসান, সিমলা-রোকনপুর ইউনিয়ন সভাপতি এরশাদ আলী, ত্রিলোচানপুর ইউনিয়ন আমির মাওলানা বিল্লাল হোসেন, সুন্দরপুর ইউনিয়ন আমির মো. রাশেদুজ্জামান, ছাত্রশিবির কালীগঞ্জ পৌর শাখার সভাপতি মো. আরাফাত হোসেন।

বক্তারা বলেন, চলমান আন্দোলন একটি নৈতিক ও সাংবিধানিক দাবির প্রতিফলন যা শান্তিপূর্ণ ও গণভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আলোচনা সভা শেষে একটি শৃঙ্খলাপূর্ণ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল থেকে হালকা বৃষ্টি থাকলেও নেতাকর্মীদের উপস্থিতি ও অংশগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কালীগঞ্জের এ কর্মসূচিও সেই ধারাবাহিক প্রস্তুতির অংশ।

আরো পড়ুন
প্রবাসী রুবেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া পরিবারে
আরো পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র এখন ঝিনাইদহে
আরো পড়ুন
মহেশপুরে অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টের ফাইনালে পৌরসভা একাদশের জয়
আরো পড়ুন
সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ সংস্কারে ছাত্রশিবিরের ৩০ দফা প্রস্তাবনা
আরো পড়ুন
IMG_20250828_073232_(300_x_300_pixel)
আরো পড়ুন
সরকারি ফ্ল্যাট-গাড়ি
আরো পড়ুন
Scroll to Top