কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা:
কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত। ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ থানা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানা জামায়াতের আমির জনাব আব্দুল হক মোল্ল্যা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি জনাব লুৎফর রহমান।

সভায় বক্তারা বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। এ দিনটি জাতীয় ঐক্য, সংহতি ও বিপ্লবের প্রতীক হিসেবে জাতির ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে। বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট মোকাবিলায় জাতীয় সংহতি, ন্যায়ভিত্তিক সমাজ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা অপরিহার্য।

আলোচনা সভায় কালীগঞ্জ থানা জামায়াতের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
IMG-20251112-WA0003
আরো পড়ুন
4455
আরো পড়ুন
ঝিনাইদহ-৪ আসনে ফিরোজের হাতেই থাকছে ধানের শীষ?
আরো পড়ুন
কালীগঞ্জে হামিদুল ইসলাম হামিদের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা
আরো পড়ুন
নিয়ামতপুরে জামায়াতের উদ্যোগে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
আরো পড়ুন
আমার জনপ্রিয়তাই এখন তাদের আতঙ্ক, অন্ধকারেই ছিঁড়ছে পোস্টার: মাও. আবু তালেব
আরো পড়ুন
Scroll to Top