রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়

বিদ্যালয়ে এডহক কমিটি গঠন নিয়ে চরম উত্তেজনা

কালীগঞ্জ, প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের রুস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। বিদ্যালয়ের নতুন কমিটিতে মাহবুবুর রহমানকে সভাপতি মনোনয়ন দেওয়ায় এলাকাবাসী ও অভিভাবকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠি অনুযায়ী প্রস্তাবিত তিনজনের তালিকা থেকে একজনকে সভাপতি মনোনয়ন দেওয়া হয়।

এ নিয়োগে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মাহবুবুর রহমান পূর্বে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন। বর্তমানেও তিনি তার রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে বিভিন্ন মহলকে সন্তুষ্ট করে সভাপতি পদ বাগিয়ে নিয়েছেন। প্রশ্ন উঠেছে, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, তখন কীভাবে একজন সাবেক আওয়ামী লীগ নেতা শিক্ষা প্রতিষ্ঠানের মতো স্পর্শকাতর জায়গায় সভাপতি হিসেবে নিয়োগ পান?

এ সময় রঘুনাথপুর বাজারে আয়োজিত মানববন্ধনে প্রায় দুইশত এলাকাবাসী ও অভিভাবক উপস্থিত হয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, মাহবুবুর রহমানের বর্তমান রাজনৈতিক ঘনিষ্ঠতা ও প্রভাব বিদ্যালয়ের নিরপেক্ষ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে। তারা দাবি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এডহক কমিটি গঠন করতে হবে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

আরো পড়ুন
IMG-20251129-WA0017
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকদরে গেট মিটিং অনুষ্ঠিত
আরো পড়ুন
কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আরো পড়ুন
FB_IMG_1764336184308
আরো পড়ুন
Oplus_131072
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের জানালা ভেঙে ৩ লাখ টাকা চুরি
আরো পড়ুন
Scroll to Top