ফিলিস্তিনের ওপর নির্যাতন: কালীগঞ্জের গাজীর বাজারে মুসলিমদের প্রতিবাদ।

ফিলিস্তিনের ওপর নির্যাতন: কালীগঞ্জের গাজীর বাজারে মুসলিমদের প্রতিবাদ।

বনি আমিন, কালীগঞ্জ:

ফিলিস্তিনের ওপর নির্যাতন: কালীগঞ্জের গাজীর বাজারে মুসলিমদের প্রতিবাদ।। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে ধর্মপ্রাণ মুসল্লিরা ফিলিস্তিনে ইসরায়েলি হামলা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

আজ (১১ এপ্রিল) শুক্রবার বাদ আছর, বিক্ষোভটি গাজীর বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আহসান হাবীব। এছাড়া বক্তব্য রাখেন পান্তাডাংগা দাখিল মাদ্রাসার সাবেক সহ-সুপার ও গাজীর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমির হুসাইন, পান্তাপাড়া কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আওলাদ হোসেন এবং মহেশ্বর চাদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলী হাসান।

বিক্ষোভকারীরা হামলা বন্ধের পাশাপাশি মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানান। তাঁদের হাতে ছিল বাংলাদেশের এবং ফিলিস্তিনের পতাকা, এবং “হামলা বন্ধ করো” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। এই বিক্ষোভের মাধ্যমে স্থানীয় মুসল্লিরা বিশ্ব সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

আরো পড়ুন
জামায়াতের কার্যালয়ে সরকারি সার-বীজ উদ্ধারের নাটক: বিতরণের আগেই 'মব সৃষ্টি'র অভিযোগ
আরো পড়ুন
IMG-20251026-WA0038
আরো পড়ুন
IMG-20251025-WA0014
আরো পড়ুন
IMG-20251024-WA0021
আরো পড়ুন
IMG-20251024-WA0016
আরো পড়ুন
IMG-20251024-WA0008
আরো পড়ুন
Scroll to Top